11 July 2020

জলঙ্গীতে প্রচুর ফেনসিডিল সহ গবাদি পশু আটক করেছে বিএসএফ বাহিনী


ওয়েবডেস্ক, কথাবার্তা, মধু মণ্ডল, জলঙ্গি, ১১ জুলাইঃ মুর্শিদাবাদের জলঙ্গী লাগোয়া ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও একটা গবাদি পশু আটক করেছে বিএসএফ বাহিনী। শুক্রবার রাতে ঝড় বৃষ্টির মধ্যে রাজ্য সড়ক ও বর্ডার রোডের সংযোগস্থলে পাটক্ষেতের আড়াল দিয়ে পাচারকারীরা বাংলাদেশের দিকে যাচ্ছিল। সেই সময় 141 নাম্বার ব্যাটেলিয়ান A কোম্পানির  কমান্ডো বালভীর সিং তার সাথে জওয়ানরা ধাওয়া করতেই পাট খেতের আড়ালে পাচারকারীরা লুকিয়ে পড়ে। পরে সেখান থেকে ৫০০ বোতল ফেনসিডিল এবং একটি গবাদি পশু সহ একটি ধারালো অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা সামগ্রিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। 

No comments:

Post a Comment