ওয়েবডেস্ক, কথাবার্তা, মধু মণ্ডল, জলঙ্গি, ১২ জুলাইঃ করোনা এবং লকডাউনের জেরে রাজ্যে তীব্র রক্ত সংকট শুরু হয়েছে। আর সেই সংকট মোকাবেলায় রক্তদানকে অব্যাহত রাখতে বিল চাতরা অন্বেষণ জনকল্যাণ সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এই রক্তদান শিবিরে প্রায় ২০০ জন রক্তদাতা রক্তদান করেন। উপস্থিত ছিলেন ডোমকল এসডিপিও মোহাম্মদ ফারুক চৌধুরী, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আব্দুস সালাম শেখ, বিল চাতরা অন্বেষণ জনকল্যাণ সমিতির কর্ণধর তৈমুর বিন কাসেমী খান। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।


No comments:
Post a Comment