22 August 2021

গাঁজা পাচার কাণ্ডে গ্রেফতার করল আরও একজনকে বেলডাঙা পুলিশ


ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ২২ আগস্টঃ গাঁজা পাচার কাণ্ডে বেলডাঙা থানার পুলিশ গ্রেফতার করল আরও একজনকে। ধৃতের নাম বিকাশ সর্দার, বাড়ি নদীয়া জেলার নাকাশিপাড়া থানা এলাকার মাঝের গ্রাম। জানা যায়, ওই ব্যক্তি পাঁচার করা গাঁজা বিক্রি চক্রের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। উল্লেখ্য, গত শুক্রবার রাতে বেলডাঙা থানার আইসি সন্দীপন চ্যাটার্জী গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙা ৩৪নম্বর জাতীয় সড়কে নাকাচেকিং শুরু করে। ৩৭ কেজি গাঁজা সহ গাড়ির চালক মজিবুল আলি ওরফে রাহুলকে আটক করে। এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত সে বিষয়ে শুরু করে তদন্ত। সেই সূত্রে বিকাশ সর্দারের নাম জানতে পারে পুলিশ। বিকাশ সর্দারের মোবাইল ট্র্যাক করে নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বেলডাঙা থানার পুলিশ। আজ তাকে আদালতে তোলা হয়। 

No comments:

Post a Comment