ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ১৫ সেপ্টেম্বর : স্কুল থেকে নিরুদ্দেশ হল এক সপ্তম শ্রেণির ছাত্র। ছাত্রের নাম বিশ্বজিৎ হালদার (১২), পিতার নাম রামপদ হালদার মায়ের নাম বন্দনা হালদার। বাড়ি মুর্শিদাবাদ জেলার বেলডাঙা পৌরসভার ২৩ পল্লীর ১৩ নং ওয়ার্ডে।
পরিবার সূত্রে জানা যায়, বিশ্বজিৎ বেলডাঙা শ্রীশচন্দ্র বিদ্যাপীঠে সপ্তম শ্রেণিতে পড়ে। গত ১১ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১০ টা সময় সে বাড়ি থেকে স্কুলে যায়। তারপর আর স্কুল থেকে সে বাড়ি ফিরেনি। এক বন্ধুকে দিয়ে তার সাইকেল বাড়ি পাঠিয়ে দেয়। পরিবারের তরফ থেকে বেলডাঙা থানায় নিখোঁজ ডাইরি করা হয়েছে। পড়াশুনায় জন্য বাড়িতে তাকে বকাবকি করা হয়েছিল বলে জানা যায়।




No comments:
Post a Comment