02 September 2023

মাত্রাতিরিক্ত লোডিং চার্জ বৃদ্ধির আবেদন নিয়ে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন সংস্থার অফিসে ইট ভাটা মালিকেরা


 ওয়েবডেস্ক, কথাবার্তা, ২ সেপ্টেম্বর: মাত্রাতিরিক্ত সর্বনিম্ন লোডিং চার্জ হঠাৎ বৃদ্ধি পাওয়ার আবেদন নিয়ে পশ্চিমবঙ্গ বিদ্যুত উন্নয়ন সংস্থার(WBSEDCL) অফিসে ইট ভাটা মালিকেরা। শুক্রবার বেলা ৩টা নাগাদ বেলডাঙ্গা-১ ব্লক ব্রিক ফিল্ড ওয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা জেলা ইটভাটার সভাপতিকে নিয়ে জেলা বিদ্যুৎ উন্নয়ন সংস্থার রিজ্যুওনাল ম্যানেজারের সঙ্গে দেখা করেন এবং সমস্যার কথা তুলে ধরেন। সেখানে থেকে জানা গেছে যে, রাজ্যের সমস্ত ইন্ডাস্ট্রিয়াল গ্রাহকদের সর্বনিম্ন চার্জ প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে গতমাস থেকে। অন্যান্য  ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা সারা বছর চালু থাকলেও ইট ভাটার ব্যবসা বছরে পাঁচ মাস চলে এবং সাতমাস বন্ধ থাকে।সর্বনিম্ন চার্জ হঠাৎ বৃদ্ধি পাওয়ায় ভাটা মালিকদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই আজ ভাটা মালিকেরা বাধ্য হয়ে বহরমপুর জেলা বিদ্যুৎ উন্নয়ন সংস্থার (WBSEDCL) রিজ্যুওনাল ম্যানেজার স্বপন কুমার মন্ডলের সঙ্গে দেখা করে তাদের সমস্যার কথা তুলে ধরে। 



 মুর্শিদাবাদ ডিসট্রিক্ট ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল বাকি সেখ জানান, ম্যানেজার সাহেব আমাদের এনার্জি চার্জ কিছুটা কমানো হয়েছে বলে জানিয়েছেন,সেই  সঙ্গে এক বছর পরীক্ষা মূলকভাবে চালিয়ে দেখতে বলেছেন ও সমস্যা হবে না বলেও জানিয়েছেন। তারপরেও যদি সমস্যা হয় তাহলে ম্যানেজার সাহেব উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও এই সমস্যার সমাধানের আশ্বাস দেন। এছাড়াও কোন কোন ইট ভাটা মালিকের অজ্ঞতার কারণে লোড বেশি থাকায় সর্বনিম্ন চার্জ বেশি আসছে বলে তিনি মনে করেন। এক্ষেত্রে ভাটা মালিকেরা লোড কমাতে চাইলে তাদের ট্রান্সফর্মা পরিবর্তন করে অল্প পাওয়ারের ট্রান্সফর্মা দেওয়া হবে বলেও পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এরপর ভাটা মালিকেরা কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলছেন।

06 July 2022

'স্বচ্ছ বিদ্যালয় পুরস্কারে' জেলার সেরা বেলডাঙা


ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ৬ জুলাই: মুর্শিদাবাদ জেলা স্তরীয় 'স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার ২০২১-২২' পেল বেলডাঙার তিন প্রাথমিক বিদ্যালয় সহ একটি হাই স্কুল। বেলডাঙা চক্রের তিনটে প্রাথমিক বিদ্যালয় হল ১নং মির্জাপুর নিম্নবুনিয়াদী বিদ্যালয়, ৩০ নং আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়, ৫২ নং মহ্যমপুর বড়খোলাপাড়া প্রাথমিক বিদ্যালয় সহ নওপুকুরিয়া জেজে হাই স্কুল। এবছর মুর্শিদাবাদ জেলার প্রাথমিক ও হাই স্কুল সহ মোট ৪৪৮টি বিদ্যালয় পুরস্কারের জন্য অনলাইনে আবেদন করে। প্রতিটি বিদ্যালয় জেলা থেকে পরিদর্শক দ্বারা পরিদর্শন করা হয়। তাদের মধ্যে সর্বোচ্চ স্কোর থেকে থেকে ৮ টি বিদ্যালয় ওভার অল পারফরম্যান্স ভিত্তিতে এবং বাকী ৪টি সাব-কাটেগরীতে পুরস্কারের জন্য নির্বাচিত হয়। বেলডাঙার চার বিদ্যালয় ছাড়াও শিশু ভারতী বিদ্যালয়, হিকমপুর হাই স্কুল, লালগোলা মহেশ নারায়ণ একাডেমি, বহরমপুর লিপিকা মেমোরিয়াল গার্লস স্কুল, কৃষ্ণনাথ কলেজ স্কুল, জঙ্গীপুর হাই স্কুল, কিশোরীতলা জুনিয়ার হাই স্কুল, হরিপুর জুনিয়ার হাই স্কুল পুরস্কৃত হয়।

বুধবার দুপুরে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিদ্যালয়গুলিকে পুরস্কৃত করেন জেলার অতিরিক্ত জেলাশাসক (জেনারেল) সুমন্ত সহায়, জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক নৃপেন্দ্রকুমার সিনহা সহ অন্যান্য আধিকারিকরা। এই পুরস্কার পেয়ে উৎসাহিত বিদ্যালয়গুলির ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা। 

22 August 2021

গাঁজা পাচার কাণ্ডে গ্রেফতার করল আরও একজনকে বেলডাঙা পুলিশ


ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ২২ আগস্টঃ গাঁজা পাচার কাণ্ডে বেলডাঙা থানার পুলিশ গ্রেফতার করল আরও একজনকে। ধৃতের নাম বিকাশ সর্দার, বাড়ি নদীয়া জেলার নাকাশিপাড়া থানা এলাকার মাঝের গ্রাম। জানা যায়, ওই ব্যক্তি পাঁচার করা গাঁজা বিক্রি চক্রের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। উল্লেখ্য, গত শুক্রবার রাতে বেলডাঙা থানার আইসি সন্দীপন চ্যাটার্জী গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙা ৩৪নম্বর জাতীয় সড়কে নাকাচেকিং শুরু করে। ৩৭ কেজি গাঁজা সহ গাড়ির চালক মজিবুল আলি ওরফে রাহুলকে আটক করে। এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত সে বিষয়ে শুরু করে তদন্ত। সেই সূত্রে বিকাশ সর্দারের নাম জানতে পারে পুলিশ। বিকাশ সর্দারের মোবাইল ট্র্যাক করে নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বেলডাঙা থানার পুলিশ। আজ তাকে আদালতে তোলা হয়। 

19 June 2021

অসুস্থ শিক্ষককে রক্ত দান করলেন বেলডাঙার ৭ যুবক


ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ১৯ জুনঃ সোস্যাল মিডিয়াই একটি পোস্ট দেখে এগিয়ে এলেন অসুস্থ শিক্ষককে রক্ত দেওয়ার জন্য বেলডাঙার ৭ জন যুবক।  বেলডাঙা থানার মির্জাপুর গ্রামের বাসিন্দা পেশায় শিক্ষক মোহাম্মদ মানারুদ্দিন সেখ হার্টের সমস্যা নিয়ে দুর্গাপুর মিশন হসপিটাল চিকিৎসার জন্য ছুটে যান। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাঁর ১৫ ইউনিট রক্তের প্রয়োজন। রোগীর ভাইপো শিক্ষক আতিউর রহমান রক্তের জন্য 'মানবতার পাশে আমরা' সংস্থার সদস্য মোহাম্মদ আলমগীর সেখকে ঘটনাটি জানান। ঘটনা শুনে আলমগীর সেখ সোশ্যাল মিডিয়ায় পোস্ট একটি পোস্ট করেন। তাঁর এই আবেদনে সাড়া দিয়ে রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসেন বেলডাঙার ৭ জন যুবক। 

এছাড়াও ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (FBDOI) সংস্থার পশ্চিমবঙ্গের সভাপতি কবীর ঘোষ ব্লাড ব্যাংক থেকে ৬ ইউনিট, ইমারজেন্সি ব্লাড সার্ভিস (EBS) সংস্থার সম্পাদক ওসমান গনি খান ১জন ডোনার এবং মালদা জেলায় হেলপ ফর ইউ ফাউন্ডেশন (HFYF) সংস্থার সদস্য সুদীপা বিশ্বাস ১জন ডোনার সহ মোট ১৫ ইউনিট রক্তের ব্যবস্থা করে দেন। রোগীর আত্মীয় আতিউর রহমান রক্তদাতা ও সহযোগী সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এবং তিনিও এই সংস্থার সঙ্গে নিযুক্ত হতে চান বলে ইচ্ছা পোষণ করেছেন।

08 June 2021

বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত বেলডাঙার এক যুবক


ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ৮ জুনঃ লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম অনুপ চৌধুরী (২৭)। বাড়ি বেলডাঙা থানার হরিমতি স্কুল সংলগ্ন এলাকায়। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার পলাশী ৩৪নং জাতীয় সড়কে। জানা যায়, বেলডাঙা হার্ডওয়্যার জোন নামে একটি দোকানে কাজ করতো সে। এদিন ওই দোকানের তাগদার কাজে পলাশী যাওয়ার পথে সামনে থেকে আসা একটি দশ চাকার লরি মুখোমুখি ধাক্কা মারে তাকে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু ঘটে। এই ঘটনার জেরে পরিবারের উপরে নেমে এসেছে শোকের ছায়া।

12 January 2021

বেলডাঙায় গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

 


ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ১২ জানুয়ারিঃ পারিবারিক অশান্তির জেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির। নাম দেলুয়ার সেখ(২১)। বাড়ি বেলডাঙ্গা থানা এলাকার দেবকুন্ড গ্রাম পঞ্চায়েতর নহর পাড়া এলাকায়। জানা যায়, পারিবারিক অশান্তির জেরে গায়ে আগুন লাগায় ওই ব্যক্তি। তার শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তাকে।


14 December 2020

'স্বচ্ছ ভারত অভিযান' ও 'কায়াকল্প' কর্মসূচি পালন হল সাগরদিঘীতে


ওয়েবডেস্ক, কথাবার্তা, মধু মন্ডল, সাগরদিঘী, ১৪ ডিসেম্বরঃ সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাষ্ট ও সাগরদিঘী হাসপাতাল স্বাস্থ্যকর্মীদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল "স্বচ্ছ  ভারত অভিযান" ও "কায়াকল্প" কর্মসূচি। সাগরদিঘী হাসপাতাল চত্বরে পড়ে থাকা আবর্জনা সাফাই অভিযান চালিয়ে আজ সাগরদিঘী এলাকাবাসির কাছে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র গুলোকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার এক বার্তা পৌঁছে দিল এই ট্রাস্ট।