ওয়েবডেস্ক, কথাবার্তা, মধু মণ্ডল, জলঙ্গি, ১০ জুলাইঃ বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল মুর্শিদাবাদের জলঙ্গী থানার পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে নাকা চেকিং চালাই এস আই রাসেন হেমব্রোম। এবং সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমানে নিষিদ্ধ কফ সিরাফ ফেনসিডিল। জলঙ্গী থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপাল দাস নিজেই বৃহস্পতিবার রাতে নাকা চেকিং এর সময় জলঙ্গী-রানীনগর রাজ্যসড়কের কাজিপাড়া স্কুল মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে বলে জানা যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত মান্নান মোল্লার বাড়ি রানিনগরের চর রাজাপুর এলাকায় এবং জাহাঙ্গীর মণ্ডলের বাড়ি জলঙ্গীর নরসিংহপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি টোটো ভ্যানে নিষিদ্ধ কফ সিরাপ গুলি নিয়ে যাওয়া হচ্ছিল। নদীয়ার হোগলবাড়িয়া থেকে জলঙ্গীর রাজানগর সীমান্ত এলাকায় হস্তান্তরের জন্য সেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭০২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার তাদের বহরমপুর আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।


No comments:
Post a Comment