ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ৬ জুলাই: মুর্শিদাবাদ জেলা স্তরীয় 'স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার ২০২১-২২' পেল বেলডাঙার তিন প্রাথমিক বিদ্যালয় সহ একটি হাই স্কুল। বেলডাঙা চক্রের তিনটে প্রাথমিক বিদ্যালয় হল ১নং মির্জাপুর নিম্নবুনিয়াদী বিদ্যালয়, ৩০ নং আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়, ৫২ নং মহ্যমপুর বড়খোলাপাড়া প্রাথমিক বিদ্যালয় সহ নওপুকুরিয়া জেজে হাই স্কুল। এবছর মুর্শিদাবাদ জেলার প্রাথমিক ও হাই স্কুল সহ মোট ৪৪৮টি বিদ্যালয় পুরস্কারের জন্য অনলাইনে আবেদন করে। প্রতিটি বিদ্যালয় জেলা থেকে পরিদর্শক দ্বারা পরিদর্শন করা হয়। তাদের মধ্যে সর্বোচ্চ স্কোর থেকে থেকে ৮ টি বিদ্যালয় ওভার অল পারফরম্যান্স ভিত্তিতে এবং বাকী ৪টি সাব-কাটেগরীতে পুরস্কারের জন্য নির্বাচিত হয়। বেলডাঙার চার বিদ্যালয় ছাড়াও শিশু ভারতী বিদ্যালয়, হিকমপুর হাই স্কুল, লালগোলা মহেশ নারায়ণ একাডেমি, বহরমপুর লিপিকা মেমোরিয়াল গার্লস স্কুল, কৃষ্ণনাথ কলেজ স্কুল, জঙ্গীপুর হাই স্কুল, কিশোরীতলা জুনিয়ার হাই স্কুল, হরিপুর জুনিয়ার হাই স্কুল পুরস্কৃত হয়।
বুধবার দুপুরে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিদ্যালয়গুলিকে পুরস্কৃত করেন জেলার অতিরিক্ত জেলাশাসক (জেনারেল) সুমন্ত সহায়, জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক নৃপেন্দ্রকুমার সিনহা সহ অন্যান্য আধিকারিকরা। এই পুরস্কার পেয়ে উৎসাহিত বিদ্যালয়গুলির ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা।



No comments:
Post a Comment