ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২৪ ডিসেম্বরঃ বেলডাঙায় জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত এক মহিলা। মৃতের নাম সেরিনা বিবি (৩৩), বাড়ি ভাবতা শঙ্করপাড়া। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬ টা নাগাদ শেরফুল ইসলাম তার স্ত্রী সেরিনা বিবি ও মেয়ে সানিয়া খাতুনকে মোটরবাইকে করে শ্বশুর বাড়ি সোলোয়াডাঙা সুন্দিপুর থেকে বাড়ি ফিরছিল। মহুলা অখণ্ডানন্দ বালিকা বিদ্যালয়ের সামনে তাদের মোটরবাইকে পিছন থেকে অন্য একটি মোটরবাইক ধাক্কা মারলে বাইক থেকে তারা তিনজন ছিঁটকে পড়ে পড়ে যায় রাস্তায়। ঘটনাস্থলেই মারা যায় সেরিনা বিবি। আহত হয় সানিয়া খাতুন (৯)। পথচলতি লোকজন সানিয়াকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার করান। ঘাতক মোটরবাইক চালক বাইক সহ পলাতক। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য নিয়ে যায়।


No comments:
Post a Comment