ওয়েবডেস্ক, কথাবার্তা, রানীনগর, ২৩ ডিসেম্বরঃ মোটর বাইক চুরির পান্ডা ধরা পড়ল রানিনগরে। ধৃতের নাম সুশান্ত মন্ডল(৩৬), গত শুক্রবার তাকে রানিনগর থানার পুলিশ রানিনগরের নটিয়াল থেকে একটি বাইক সহ গ্রেফতার করে। পরবর্তীতে তার কাছে জিজ্ঞাসাবাদ করে আরও দশটি চোরাই বাইক বাজেয়াপ্ত করে রানিনগর থানার পুলিশ।
সূত্রের খবর, শুক্রবার রানিনগরের নটিয়াল থেকে সুশান্ত মন্ডল নামে ব্যক্তিকে একটি চোরাই বাইক সহ গ্রেফতার করে রানিনগর থানার পুলিশ। গত শনিবার তাকে লালবাগ কোর্টে পাঠানো হলে সেখান থেকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে আসে পুলিশ প্রশাসন। জিজ্ঞাসাবাদের পর জানা যায়, একটি বাইক ছাড়াও আরও অনেক চোরাই বাইক কেনাবেচার সঙ্গে যুক্ত আছে অভিযুক্ত ব্যক্তি। তখন রানিনগর থানার পুলিশ জলঙ্গির পুলিশ প্রশাসন কর্তৃক যোগাযোগ করেন এবং জলঙ্গি থানার সাহায্য নিয়ে সুশান্ত মন্ডলের বাড়িতে তল্লাশি চালায়। রবিবার জলঙ্গির মোশমারী গ্রামের বাড়ি থেকে আরও ১০ টি বাইক পাওয়া যায় বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন। প্রশাসনের দাবি, কে বা কারা এই বাইক চুরির চক্রের সঙ্গে জড়িত আছে তা জানার চেষ্টা চলছে।


No comments:
Post a Comment