01 August 2018

বহরমপুরে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ


ওয়েবডেস্ক, কথাবার্তা, বহরমপুর, ১ আগস্টঃ বাসের সঙ্গে লরির  মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় ১৮ জন। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার আখের মিল ৩৪ নং জাতীয় সড়কে বুধবার দুপুর ১ টা নাগাদ। বাসটির নাম সতীমা। বহরমপুর-বেলডাঙা-আমতলা রুটে চলে। বাসটি বহরমপুর থেকে বেলডাঙার দিকে যাচ্ছিল। একটি সিমেন্ট বোঝাই বহরমপুরগামী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। গুরুত্বর আহতদের বহরমপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার ভিডিও দেখুন নিচে   




No comments:

Post a Comment