ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২৫ ডিসেম্বরঃ বেলডাঙা বইমেলা থেকে রবিবার প্রকাশিত হল একটি গল্পের বই। বইটির নাম 'সব গল্পই প্রেমের নয়', লেখিকা - হিমি মিত্র রায়। বইটি ১২৮ পাতার, এতে আছে মোট ১৫টি ছোটগল্প। লেখিকা হিমি মিত্র রায় হলেন বেলডাঙা-১ ব্লকের বিডিও বিরূপাক্ষ মিত্র মহাশয়ের পত্নী। তিনি দীর্ঘদিন ধরে লেখালেখি সঙ্গে জড়িত। এদিন বেলডাঙা বইমেলার মঞ্চে মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলাশাসক শ্রী সৌম্য ভট্টাচার্য ও সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ শ্রীমৎ স্বামী বিশ্বময়ানন্দজী-র হাতে আনুষ্ঠানিকভাবে বইটি প্রকাশিত হল । 
 


 
No comments:
Post a Comment