ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ২৬ ডিসেম্বরঃ ফুটপথের দুঃস্থ শিশুদের নিয়ে বড়োদিনে মাতলেন বেলডাঙা-১ ব্লকের বিডিও বিরুপাক্ষ মিত্র। মঙ্গলবার বিকেল ৫ টা নাগাদ বেলডাঙা বইমেলা প্রাঙ্গনে দুঃস্থ ফুটপথের শিশুদের নিয়ে কেক কাটলেন তিনি। যারা ২৫ ডিসেম্বর বড়োদিন সম্পর্কে জানে না বোঝে না তাদের নিয়ে এই কর্মসূচী পালন করেন। ২০১২ সালের দার্জিলিং এর ফাঁসিদেওয়া ব্লকে প্রথম ব্লক অফিসার হিসেব যোগদান করার পর থেকেই বিরুপাক্ষ মিত্র দুঃস্থ শিশুদের নিয়ে তিনি এই কর্মসূচী পালন করে আসছেন।


No comments:
Post a Comment