27 December 2018

বেলডাঙায় রাজ্য লেবেল ফুটবল প্রতিযোগিতার শেষ প্রস্তুতি পর্বের কাজ চলছে জোরকদমে




ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২৭ ডিসেম্বরঃ দেবকুন্ড ইউনিয়ান স্পোর্টিং ক্লাব পরিচালিত রাজ্য লেবেল ফুটবল প্রতিযোগিতা উদ্বোধনী আগামীকাল। শেষ প্রস্তুতি পর্বের কাজ চলছে জোরকদমে। ২৮ ডিসেম্বর শুক্রবার বিকেল ২ টা নাগাদ ঐ ক্লাব পরিচালিত সেখ নউমদ্দিন মিয়া ও আকবর আলী স্মৃতি নক-আউট ফুটবল টুর্নামেন্ট খেলার শুরু হবে দেবকুন্ড ফুটবল ময়দানে।

 ক্লাব সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন প্রান্তের  ৮টি টিম এই খেলায় অংশগ্রহন করবে।  উদ্বোধনী খেলা শুরু হবে ২৮ ডিসেম্বর শুক্রবার। খেলা চলবে ২০ দিন। ফাইনাল খেলা হবে ১৮ জানুয়ারি ২০১৯। আগামীকাল শুক্রবার উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করবে নদীয়া দেবগ্রাম ফুটবল ক্লাব ও হাওড়া ইস্টার্ন রেলওয়ে।

No comments:

Post a Comment