07 July 2018

বেলডাঙায় পথ দুর্ঘটনায় মৃত ১ বাইক আরোহী


ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ৭ জুলাইঃ বেলডাঙায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মহেশপুর থেকে বাড়ি ফেরার সময় ঘটনাটি ঘটে বলে জানা যায়। মৃতের নাম সাহিদ সেখ(৩২)। বাড়ি বেলডাঙা থানার মহ্যমপুর নতুনপাড়া গ্রামে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১ টা নাগাদ বেলডাঙার থানার এলাকার ৩৪নং জাতীয় সড়কে লহোরের গেটের কাছে। স্থানীয় সূত্রে খবর এদিন দুই বন্ধু বাইকে করে মহেশপুর থেকে বাড়ি ফেরার পথেই একটি পাথর বোঝায় করা ওভার লোড গাড়ি পেছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই সহিদ সেখের মৃত্যু হয়। লরির চালক গাড়ি ফেলে পালাতক। খবর পেয়ে ঘটনাস্থলে বেলডাঙা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় এবং লরিটিকে আটক করে থানায় নিয়ে যায়। 


No comments:

Post a Comment