06 July 2018

সচেতনতা অভিযানে বেলডাঙ্গা নওপুকুরিয়া হাই স্কুল



ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ৬ জুলাইঃ অাগামী সপ্তাহে শুরু হচ্ছে মিশন নির্মল বাংলার লক্ষ্যে বিদ্যালয়ে বিদ্যালয়ে  সচেতনতা সপ্তাহ পালন, ঠিক তার অাগেই বেলডাঙ্গা নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয়ের এন. এস. এস ইউনিটের উদ্যোগে অাজ অনুষ্ঠিত হল এক সচেতনতা কর্মসূচীর। যার বিষয় ছিল ডেঙ্গু সচেতনতা, পরিবেশ পরিচ্ছন্নতা ও ঘরে ঘরে শৌচাগার নির্মাণ ও ব্যবহার সম্পর্কে সচেতনতা অভিযান। যেখানে এন. এস. এস সদস্যসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে নওপুকুরিয়া ও কাপাসডাঙ্গা গ্রামে পদযাত্রা, ব্লিচিং ছড়ানো, বাড়ি বাড়ি সমীক্ষা ও সচেতন করার কর্মসূচি চালানো হয়। উপস্থিত ছিলেন বিদ্যলয়ের প্রধান শিক্ষক মৃগাঙ্ক মৌলী বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক মহঃ রাজীব হাসান, এন. এস. এস প্রোগ্রাম অফিসার  অমিত কুমার মণ্ডল। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গ্রামবাসীগণ।








No comments:

Post a Comment