10 July 2018

বেলডাঙায় টোটো চালকদের বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ


ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা,  ১০ জুলাইঃ হাইকোর্টের নির্দেশ অনুসারে গত রবিবার ও সোমবার বেলডাঙা থানার উদ্যোগে বেলডাঙা জাতীয় সড়কের উপর পুলিশ বেশ কিছু টুকটুক গাড়ি আটক করে। আর এই আটকের প্রতিবাদ জানিয়ে সোমবার বিকেল ৪.৩০ নাগাদ মির্জাপুর বানুক বাড়িতে প্রায় ৭০০ টোটো চালক একত্রিত হয়ে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে  এবং বেলডাঙা থানার সামনে বিক্ষোভ দেখায়। পুলিশ টোটো চালকদের দাবি শুনে হাইকোর্টের নির্দেশিকা তাদের সামনে তুলে ধরেন ও বিশেষ কারণ ছাড়া জাতীয় সড়কের টোটো চালাতে নিষেধ করেন। লোকাল রাস্তার দিয়ে যাতায়াতের পরামর্শ দেন। টোটো চালকেরা পুলিশের পরামর্শ মেনে নেয়। যে সব টুকটুক গাড়ি পুলিশ আটক করেছিল এদিন সেই গাড়ির চালকদের সঙ্গে লিখিত নিয়েই তবে টুকটুক গাড়িগুলি ছেড়ে দেওয়া হয়।



No comments:

Post a Comment