22 March 2018

বেলডাঙা ফজলুল সেখের কাটা মুন্ড উদ্ধার


ওয়েবডেস্ক, বেলডাঙা, ২২ মার্চ: অবশেষে বেলডাঙায়  ফজলুল সেখের কাটা মুন্ড উদ্ধার করল পুলিশ। স্বস্তি পরিবারের। ৪২ ঘন্টার পর বৃহস্পতিবার  বেদবেড়িয়া মাঠ থেকে মৃতের কাটা মুন্ড উদ্ধার হয়। জানা যায় এদিন বিকেল ৪ টা নাগাদ ঘটনাস্থলের ৩০০ মিটার পশ্চিমে এই মুন্ড পাওয়া যায়। উল্লেখ্য, পুলিশ গত মঙ্গলবার রাত্রি ১১ টা নাগাদ ফজলুল সেখের  (৪০) মুন্ডহীন মৃত দেহ বেলডাঙা থানার বেদবেড়িয়া এলাকার ফাঁকা মাঠ থেকে উদ্ধার করে। পরিবারের দাবি ছিল গত মঙ্গলবার রাতে সে তৃনমূল কংগ্রেসের বুথ কর্মীর মিটিং থেকে ফেরার সময় খুন হয়। যদিও স্থানীয় ব্লক তৃণমূল নেতৃত্ব দাবি করেন  এটা কোন দলগত খুন নয়,  পারিবারিক বিবাদের জেরে খুন।


No comments:

Post a Comment