21 March 2018

ডোমকলে হোস্টেলে পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ



ওয়েবডেস্ক, ডোমকল, ২১ মার্চ: ডোমকলে হোস্টেল থেকে পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।  মৃতের নাম সামাউল সেখ(১০)। বাড়ি ডোমকল থানার নাজিরপুর গ্রামে। সামাউল সেখ ডোমকল থানার রমনাবসন্তপুর মডেল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। মৃতের পরিবারের অভিযোগ ঘটনাটি গভীর রাত নাগাদ ঘটলেও  সাধারন মানুষ ও পরিবারের লোকজন এদিন সকাল ৯ টা নাগাদ জানতে পারে। জানা যায়, সামাউল সেখ ডোমকলের মডেল স্কুল  হোস্টেলে থেকে পড়াশোনা করতো। সে ১০৩ নং ঘরে থাকত। তার শরীরে একাধিক ক্ষতের দাগ মিলেছে। পুলিশ তদন্ত করছে।


No comments:

Post a Comment