22 March 2018

সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ২


ওয়েবডেস্ক, সামশেরগঞ্জ, ২২ মার্চ : আগ্নেয়াস্ত্র সহ দু'জন পাচারকারীকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যেয় সামশেরগঞ্জ থানার আকুড়া মোড় থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম তহিদ শেখ ও আলিম শেখ। এদের মধ্যে প্রথম জনের বাড়ি মালদা জেলার কালিয়াচক এলাকায়। আর পরের জন সামশেরগঞ্জ থানার হাটিচিত্রা গ্রামের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ৪ টি সেভেন এমএম পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃতেরা অস্ত্রগুলো সামশেরগঞ্জ নিয়ে যাচ্ছিল বলে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে।


No comments:

Post a Comment