22 March 2018

জলঙ্গীতে বাসের ধাক্কায় গুরুতর জখম ২



ওয়েবডেস্ক, জলঙ্গী, ২২ মার্চ:  জলঙ্গীর বাসের ধাক্কায় গুরুতর জখম দুইজন। বৃহস্পতিবার জলঙ্গীর কানাই সাধুর মোড়ে ২ জন মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় করিমপুর দিক থেকে আসা আরাধনা বাসের ধাক্কায় গুরুতর জখম হয় তারা। স্থানীয় মানুষ তাদের সাদিখাঁর দিয়াড় হাসপাতালে ভর্তি নিয়ে আসেন। আহতে দুইজনের নাম সৌরভ হোসেন(২৫) ও সামিউল ইসলাম(২৬)। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে তবে চালক পলাতক।

No comments:

Post a Comment