23 March 2018

বেলডাঙাতে পথ দুর্ঘটনায় মৃত ২ ও আহত ১


ওয়েবডেস্ক, বেলডাঙা, ২৩ মার্চ: বেলডাঙায় পথ দুর্ঘটনায় একই পরিবারের মৃত দুইজন ও আহত একজন। মৃতদের নাম খোদাদুল ইসলাম(৫২), সাহিদা বিবি(৪৫) ও গুরুতর আহত তামান্না। মৃত দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী ও আহত ব্যক্তি সম্পর্কে ভাইজি। তাদের বাড়ি ডোমকল থানার চারানগর গ্রামে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়রা দফায় দফায় জাতীয় সড়ক অবরোধ করে। প্রায় ৪০ মিনিট পর অবরোধ উঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বেলডাঙা থানার পুলিশ। শুক্রবার বেলা ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে বেলডাঙা থানার ভাবতা মোড় সংলগ্ন এলাকায়। জানা যায়, এদিন তারা বেলডাঙা থানা এলাকার ঝুনকা গ্রামের বিয়ে বাড়ি যাবার উদ্দেশ্যে ডোমকল থেকে রওনা হয়। ৩৪ নং জাতীয় সড়ক ধরে বেলডাঙার ভাবতা সংলগ্ন এলাকায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে তারা পড়ে যায়। সেই মুহূর্তে বেলডাঙাগামী একটি গ্যাস সিলিন্ডার গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় সাহিদা বিবির।  বাকি দুইজনকে মুর্শিদাবাদ মেডিকাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা খোদাদুল ইসলামকে মৃত ঘোষনা করেন। তামান্না গুরুত্বর আহত অবস্থায় মেডিকাল কলেজে চিকিৎসাধীন


No comments:

Post a Comment