ওয়েবডেস্ক, ডোমকল, ১৭ ফেব্রুয়ারি : ডোমকলে মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে খুন করল পরিবারের লোকজন। মৃতের নাম জামশেদ মন্ডল(৩৫)। শনিবার ঘটনাটি ঘটেছে ডোমকল থানার খিদিরপাড়া এলাকায়। সূত্রের খবর, জামশেদ কিছুদিন আগে থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এদিন সন্ধ্যা নাগাদ জামশেদ হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে মারতে গেলে পরিবারের লোকজন বাধা দিলে তাদের ওপরও হামলা করে সে। জামশেদের ধারালো অস্ত্রের আঘাতে দুইজন গুরুত্বর আহত হয়। তাদের ডোমকল হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের লোকজন রাগ সামলাতে না পেরে জামশেদকে লোহার রড, বাঁশ ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে ঘরের বারান্দাতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়।


No comments:
Post a Comment