ওয়েবডেস্ক, জলঙ্গী, ১৭ ফেব্রুয়ারি : জলঙ্গী থানার ইনায়েতপুর এলাকায় মোমবাতির আগুনে গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের দুই শিশু সহ তিনজনের। মৃতের নাম জাকির সেখ (30), সাইদ মন্ডল (10), সামিম মন্ডল (9)। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১ টা নাগাদ। সূত্রের খবর, জাকির সেখ ভাইপো এবং ভাগ্নে নিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘরে আগুন লেগে গেলে গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। পেশায় গ্যারেজ মিস্ত্রি ছিলেন জাকির। কিছুদিন আগেই গত পাঁচ মাস আগে জমি কিনে বাড়ি করেছিল সে। ঘটনায় শোকাহত জাকিরের পরিবার।


No comments:
Post a Comment