17 February 2018

বেলডাঙা রেলস্টেশনে ট্রেনে আত্মঘাতী



ওয়েবডেস্ক, বেলডাঙা, ১৭ ফেব্রুয়ারি : বেলডাঙা স্টেশনে ট্রেনে এক প্রৌঢ় ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মঘাতীর চেষ্টা। প্রৌঢ়র নাম বাবু ঘোষ(৫৮)। বাড়ি মহুলা গ্রামে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১ টা নাগাদ বেলডাঙা রেল স্টেশনে। স্থানীয় সূত্রে খবর, এদিন স্টেশনে চত্ত্বরে  বাবু ঘোষ আত্মঘাতী করার উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিল। কলকাতাগামী ট্রেন আসতেই সে লাইনে ঝাঁপ দেয়। ট্রেনের গতি আস্তে থাকায় ওই প্রৌঢ় বেঁচে যায়। ঘটনাস্থলে ছুটে আসে সিআরপিএফ এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে চিকিৎসাকেরা মেডিক্যাল কলেজে স্থানান্তর করে এবং সেখানে সে মারা যায়। 

1 comment: