ওয়েবডেস্ক, দৌলতাবাদ, ২৯ জানুয়ারি : সাত সকালে ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেল যাত্রী বোঝায় বাস। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদের বালির ঘাট সেতুর উপর। সোমবার সকাল প্রায় সাড়ে ৫ টা নাগাদ করিমপুর থেকে বহরমপুরগামী একটি সরকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বালির ঘাট সেতুর প্রাচীর ভেঙে ভৈরব নদে পড়ে যায়। সূত্রের খবর বাসে প্রায় ষাট জনের মতো যাত্রী ছিল। তার মধ্য থেকে মাত্র চারজন যাত্রী উঠে আসতে পেরেছে বলে জানা গেছে। বাকিদের খোঁজে প্রশাসন নদীতে তল্লাশি চালাচ্ছে। ওই বাসের পিছনের একটি বাসচালকের কথায় প্রচন্ড কুয়াশার জেরে ঘটনাটি ঘটেছে।



No comments:
Post a Comment