ওয়েবডেস্ক, রেজিনগর, ১৫ জানুয়ারি : মীরমদনের সমাধি রক্ষনাবেক্ষনের দাবি উঠল সেনা দিবসে মুর্শিদাবাদের রেজিনগরে। সোমবার এই দাবি তুলে সমবেত হয় রেজিনগর, শক্তিপুর, বেলডাঙা ও নওদা থানা এলাকার এক্স-সার্ভিসম্যানরা। এদিন এক্স-সার্ভিসম্যানদের সঙ্গে উপস্থিত ছিলেন রেজিনগর বিধায়ক রবিউল আলম চৌধুরী ও রেজিনগর থানার ওসি সোমনাথ দত্ত।
নবাব সিরাজের বিশ্বস্ত সেনানায়ক মীরমদন পলাশি যুদ্ধে মারা যান। যুদ্ধক্ষেত্র থেকে কিছুটা দূরে রেজিনগরের ফরিদপুরে পীর ফরিদশাহের কবরের পাশে তাঁকে সমাধিত করা হয়। বর্তমানে মীরমদনের সমাধিক্ষেত্র পড়ে আছে চরম অবহেলায়। চারপাশের আগাছায় ভর্তি। রক্ষণাবেক্ষণের অভাব ইতিহাসের বীর সেনানায়কের সমাধিস্থল। মুর্শিদাবাদের এক্স-সার্ভিস সংগঠনের রেজিনগর শাখার উদ্যোগে সোমবারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় রেজিনগরে এবং উদ্বোধন করা হয় নতুন অফিস। সেখানে উপস্থিত ছিলেন রেজিনগর, শক্তিপুর, বেলডাঙা ও নওদা থানার প্রায় ২০০ জন এক্স-সার্ভিসম্যান। রেজিনগর এক্স-সার্ভিস ইউনিটের সভাপতি মো: হাবিবুল্লা বিশ্বাস বলেন, 'রেজিনগরের ফরিদতলায় মীরমদনের সমাধিস্থল রক্ষণাবেক্ষণের অভাবে আগাছায় ভর্তি হয়ে গেছে। তার উপযুক্ত সংরক্ষন, রেজিনগর রেলস্টেশন থেকে নারকেলবেড়ে ফেরীঘাট পর্যন্ত রাস্তা মীর মদনের নামে করা সহ সম্প্রতি কাশ্মীর বর্ডারে পাকিস্তানের গুলিতে নিহত রেজিনগরের ভূমিপুত্র ভারতীয় বীর বিএসএফ সেনা রাধাপদ হাজরার স্মৃতি রক্ষার্থে শক্তিপুর ঘাটের নামকরণ তাঁর নামে করতে হবে এই দাবি নিয়ে আজ সেনা দিবস পালন করলাম।' অনুষ্ঠানে উপস্থিত রেজিনগরের বিধায়ক রবিউল আনম চৌধুরী ও রেজিনগর থানার ওসি সোমনাথ দত্ত এক্স-সার্ভিস সংগঠনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।


No comments:
Post a Comment