01 January 2018

কম্বল ও ফল বিতরণ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উৎযাপন বেলডাঙায়



বেলডাঙা, ওয়েবডেস্ক, ১ জানুয়ারি : দুঃস্থদের কম্বল বিতরণ ও রোগিদের ফল বিতরণের মাধ্যমে  ২১ তম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসর প্রতিষ্ঠা দিবস পালন করল বেলডাঙা-১ ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেস।  এদিন সকাল ১০ টা নাগাদ দলীয় পতকা উত্তোলনের মাধ্যমে দিনটি উৎযাপনের সূচনা করেন বেলডাঙা দক্ষিণ ব্লক তৃণমূলের সভাপতি আবু সঈদ।


পতকা উত্তোলনের পরে বেলডাঙা গ্রামীণ হাসপাতাল রোগীদের ফল বিতরণ, দুঃস্থদের কম্বল বিতরণ ও সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করেন তারা। এদিন প্রায় ৫০০ জনকে কম্বল ও প্রায় ১০০ জন রোগীকে ফল বিতরণ করেন বলে জানান দলের সদ্যসরা।

No comments:

Post a Comment