20 January 2018

বেলডাঙায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত অনেক


ওয়েবডেস্ক, বেলডাঙা, ২০ জানুয়ারি : বেলডাঙা বেগুনবাড়িতে বেলডাঙা-আমতলা রাজ্য সড়কে বাস দুর্ঘটনায় মৃত ৭,  আহত অনেক। সূত্রের খবর শনিবার ভোর ৫ টা নাগাদ মনপ্রীত নামে একটি বেসরকারি বাস আমতলা থেকে বহরমপুর যাচ্ছিল, ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বেগুনবাড়ির কাছে রাস্তার পাশে নয়নজুলিতে উলটে যায়।


পাশ্ববর্তী একটি মসজিদের ইমাম সাহেব মাইকে প্রচার করলে গ্রাম থেকে লোকজন এসে উদ্ধার করে আহতদের। ঘটনাস্থলে মৃত হল ৭ জন প্যাসেঞ্জারের। মৃতদের সনাক্তকরণ চলছে। আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।


No comments:

Post a Comment