![]() |
| মৃতের পরিবারকে চেক তুলে দিচ্ছেন এস ডি ও বহরমপুর দিব্যনারায়ণ চট্টোপাধ্যায় ও বেলডাঙার বিডিও শুভ্রাংশু মণ্ডল |
ওয়েবডেস্ক, বেলডাঙা, ২০ জানুয়ারি: বেলডাঙায় বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯। মৃতের পরিবার পিছু ২ লক্ষ টাকার দেওয়ার ঘোষণা করল সরকার। শনিবার ভোর ৫ টা নাগাদ ঘটনাটি ঘটে বেলডাঙা থানার বেগুনবাড়ি মোড় সংলগ্ন এলাকায়। সূত্রের খবর এদিন ভোর ৫ টা নাগাদ আমতলা-বহরমপুর রাজ্য সড়ক দিয়ে বহরমপুরগামী একটি বেসরকারি বাস ঘন কুয়াশার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলে স্থানীয়বাসিন্দারা ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত বাস যাত্রীদের উদ্ধার করে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসকরা ৭ জনকে মৃত ঘোষণা করেন এবং প্রায় ৩০ জনকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। তাদের মধ্যে সেখানে আরও ২ জনকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পরিদর্শন করেন মুর্শিদাবাদ জেলার এসপি শ্রী মুকেশ এবং ডিএম পি উলগানাথন। এদিনই মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে।
![]() |
| সরকারি চেক |
১। আশিস মন্ডল (৪৫), ফতেপুর বস্ত্রব্যবসায়ী
২। শান্তি মন্ডল, সবজি ব্যাবসায়ী (৩৬)
৩। মৈনাদিন মন্ডল, সবজি ব্যাবসায়ী(৪০)
৪। আরজ আলী (৫২), পলুপালং অফিসের স্টাফ,
৫। রিমা দাস (৪), বীরভূম
৬। তারকনাথ দত্ত (৪৫)
৭। শফিকুল মণ্ডল (৩২)
৮। পূণির্মা রায় (৫৫)
৯। অজ্ঞাত পরিচয়।



Please learn the Bangla language before writing. "Polupalang" what is that?
ReplyDelete