27 December 2017

কথাবার্তার সেরা শারদ সম্মান প্রদান


ওয়েবডেস্ক, বেলডাঙা, ২৭ ডিসেম্বর : বেলডাঙা বইমেলা প্রাঙ্গণ থেকে কথাবার্তার সেরা শারদ সম্মান ২০১৭ প্রদান করা হল ২৬ ডিসেম্বর। বেলডাঙার গ্রামীন ও শহরের সেরা দুর্গাপূজা কমিটির হাতে এই পুরস্কার তুলেন বিশিষ্ট সাংবাদিক তথা বেলডাঙা বইমেলা কমিটির সম্পাদ জগনাথ মজুমদার। মানপত্র তুলে দেন লোক-গবেষক সন্তোষ রঞ্জন দাস ও খোলাচিঠি পত্রিকা সম্পাদক তারক দেবনাথ।


এবছরের এই পুরস্কার পায় শহর এলাকার মধ্যে বেলডাঙা নেতাজি পার্ক পূজা কমিটি ও গ্রামীণ এলাকার মধ্যে বেগুনবাড়ি ঘোষপাড়া পূজা কমিটি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাশিল্পী রাজকুমার শেখ, কবি কবিরুল ইসলাম কঙ্ক, কথাবার্তা পত্রিকার সম্পাদক দীননাথ মন্ডল, পত্রিকার কার্যকরী সম্পাদক মোঃ দাবিরুল ইসলাম, সাংবাদিক মোঃ ইনজামান হাবিব সহ বিশিষ্টজনেরা। এছাড়া বইমেলার অসংখ্য বইপ্রেমী মানুষ। 




No comments:

Post a Comment