24 December 2017

প্রকাশিত হল মুর্শিদাবাদের মুকুট নবাব সিরাজ


ওয়েবডেস্ক, কলকাতা, ২৪ ডিসেম্বর : কলকাতা নটীর মঞ্চে উজানিয়ার আনুষ্ঠানিক আড্ডা এবং আসাদুল্লা আল গালিব সম্পাদিত মুর্শিদাবাদের মুকুট নবাব সিরাজ বইটির  আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী শুভাশিস সাহা। অনুস্থানে উপস্থিত ছিলেন প্রখ্যত সাংবাদিক সম্রাট চক্রবর্তী, বিশিষ্ট লোকশিল্পী সত্য রঞ্জন মন্ডল, দিলীপ কর্মকার, দেবাশিস মল্লিক চৌধুরি ছাড়াও আরো অনেকে।
অনুস্থানের প্রধান আহবায়ক ছিলেন বাংলার বিশিষ্ট লোক সংগীত শিল্পী নাজমুল হক ও মৌমিতা বৈরাগী।
অনুষ্ঠান হয় কলকাতা স্টার থিয়েটারের নটীর মঞ্চে, ২২ ডিসেম্বর সন্ধ্যা বেলায়।

No comments:

Post a Comment