11 December 2017

বেলডাঙা বইমেলা উপলক্ষ্যে পদযাত্রা



ওয়েবডেস্ক, জাহাঙ্গির সেখ, বেলডাঙা ১১ ডিসেম্বর: বেলডাঙ্গা বইমেলা'র শুভ সূচনা শুরু হয়ে গেল শত শত সংস্কৃতমনা পুস্তকপ্রেমী ব্যক্তি ও ছাত্র-ছাত্রী'র পদ যাত্রার মধ্য দিয়ে। বেলডাঙ্গা যে সংস্কৃতির পীঠস্থান সেটা বইমেলা'র মাধ্যমে পুস্তকপ্রেমী মানুষ আরও একবার প্রমান করে দেবে। এদিন বিকেলা সাড়ে তিনটে থেকে পদযাত্রা শুরু হয়, বেলডাঙ্গা পৌরসভা ঘুরে এই পদযাত্রা। এই পদযাত্রা'য় উপস্থিত ছিলেন বইমেলা কমিটির বিভিন্ন সদস্য, পুস্তকপ্রমী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিশিষ্ট জনেরা।

No comments:

Post a Comment