রফিকুল ইসলাম সাহেব, ডোমকল, ১১ ডিসেম্বর: জলঙ্গি থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই। ঘটনাটি ঘটেছে রবিবার মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার ভারত-বাংলাদেশ সীমান্তের চর-কাকমারি এলাকায়।
পুলিশসূত্রে খবর, শনিবার মধ্যরাতে গোপনসূত্র খবর পেয়ে পুলিশ ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার চর-কাকমারি গ্রমে তল্লাশি চালিয়ে দুইজন অস্ত্রপাচারকারি কে আগ্নেয়াস্ত্র ও বেশকিছু সরঞ্জাম সহ গ্রেফতার করে জলঙ্গি থানার পুলিশ। এইদিনের এই ঘটনায় গ্রেফতার হওয়া দুই যুবেকের নাম মাহবুর রহমান(৫৭) যার বাড়ি জলঙ্গি থানারই সাহেবনগর এলাকায় এবং অপরজন সাজরুল মহোল্লা(২৭) বাড়ি জলঙ্গি থানারই চর-কাকমারি এলাকায়।
উল্লেখিত নামের এইদুই অস্ত্রপাচারকারিদের কাছ থেকে দুটি 9mm pistol, 4 Magazines এবং 19 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এইদুই ব্যক্তিকে এদিন রবিবার লালবাগ ডিভিশোনাল কোর্টে তোলাহলে ম্যাজিস্ট্রেট তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।


No comments:
Post a Comment