ওয়েবডেক্স, বেলডাঙা, ১৩ ডিসেম্বর : বেলডাঙ্গা ব্লক-১ এর বিডিও মাননীয় শ্রী শুভ্রাংশু মণ্ডল মহাশয়ের হাতে প্রকাশিত হল শিক্ষারত্ন ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক মোহাঃ নুরুল ইসলাম মিয়ার দুটি বই।
১) ছড়ায় ছড়ায় ঘুম ভেঙে যায়,
২) ছবি ও ছন্দে বর্ণ পরিচয়।
বই দুটি পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় ব্যারাকস্কোয়ারে অনুষ্ঠিত মুর্শিদাবাদ জেলা বইমেলায় কলকাতার অণিমা প্রকাশনীর স্টলে (৭৬ নং স্টল)। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর থেকে এই বইমেলা শুরু হয়েছে। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।



No comments:
Post a Comment