ওয়েবডেস্ক, বেলডাঙা, ৬ ডিসেম্বর: মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা বইমেলার প্রস্তুতি চলছে জোরকদমে। বেলডাঙ্গা বইমেলা কমিটির আয়োজনে আগামী ২০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ৭ দিন এই বইমেলা অনুষ্ঠিত হবে বেলডাঙা এস আর এফ কলেজ মাঠে। এবারই প্রথম বইমেলা শুরু হচ্ছে বেলডাঙ্গাতে। বইমেলাকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে বইমেলা কমিটির পক্ষ থেকে মেইন রাস্তার উপর তোরণ বাধার কাজ শুরু করে দিয়েছে। বেলডাঙ্গা বইমেলা কমিটির সম্পাদক জগন্নাথ মজুমদার বলেন, 'সাতদিন চলবে এই বইমেলা। প্রতিদিন থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্রছাত্রী ও সর্বসাধারণের জন্য থাকবে ক্যুইজ, আবৃত্তি, অঙ্কন, বিতর্ক প্রতিযোগিতা। এছাড়াও মাঠে উপস্থিত বইপ্রেমী মানুষের জন্য থাকবে প্রতিদিন ৩০ মিনিট অন্তর ৫ টি করে প্রশ্ন, উত্তরদাতাদের সঙ্গে সঙ্গে পুরস্কৃত করা হবে।'


No comments:
Post a Comment