ওয়েবডেস্ক, রফিকুল ইসলাম সাহেব, মুর্শিদাবাদ, ২ ডিসেম্বর : পরিকল্পিতভাবে খুন করতে এসে গ্রেপ্তার দুই দুস্কৃতি সহ উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে মুর্শিদাবাদ জেলার কান্দি থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, এদিনের এই ঘটনায় ধৃত দুজন দুষ্কৃতির নাম জালাই সেখ(২৯) ও ওমর সেখ (২০)। শুক্রবার মধ্যরাতে গোপন সুত্রে খবর পেয়ে কান্দি থানার পুলিশ একটি মারুতি ভ্যানগাড়ি নিয়ে বেরিয়ে যায় রাস্তায় টহলদারির উদেশ্যে। তবে কান্দি থানা এলাকার ঘনশ্যামপুর গ্রামে টহলদারিতে গিয়েই সূত্রের খবর অনুযায়ি সশস্ত্র অবস্থায় দুইজন দুস্কৃতিকে গ্রেপ্তার করে  পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র। তাদের কাছ থেকে পাওয়া সমস্ত অস্ত্রগুলিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুই যুবকের কাছ থেকে উদ্ধার হওয়া নামি অস্ত্র গুলি যথাক্রমে, ৩ টি ওয়ান সুটার, ১ টি নাইম এম.এম, ৪ টি মাসকেট গুলি, ও ২০ রাউন্ড ম্যাগাজিন গুলি সহ দুটি বাইক, ও দুটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে যেগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়ে  দুই যুবক জানিয়েছেন মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে তারা ভাড়াটে মস্তান হিসাবে খুন করতে এসে ছিলেন।
 


 
No comments:
Post a Comment