20 November 2017

বেলডাঙায় এটিএম ভেঙে টাকা চুরি



ওয়েবডেস্ক, বেলডাঙা, ২০ নভেম্বর : বেলডাঙায় এটিএম ভেঙে চুরির ঘটনা ঘটল গত রাতে। স্টেট ব্যাঙ্কের ২টি এটিএম মেসিন ভেঙে টাকা চুরি করে পালায় দৃষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বেলডাঙা স্টেট ব্যাঙ্কের নিচে পৌরসভা মার্কেটের এটিএম এ। আজ সকালে গ্রাহকরা এটিএম থেকে টাকা তুলতে গেলে ঘটনাটি নজরে আসে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে তারা। আপাতত গ্রেফতার করা যায়নি কাউকে। কত টাকা চুরি করা হয়েছে তাও এখনো জানা যায়নি। 


ভাঙা এটিএম মেসিন




No comments:

Post a Comment