19 November 2017

নওদা চক্রের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আমতলা মাঠে


ওয়েবডেস্ক,নওদা, ১৯ নভেম্বর : মুর্শিদাবাদ জেলার নওদা চক্রের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা সমূহের ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রবিবার অনুষ্ঠিত হল আমতলা হাই স্কুল ময়দানে। এদিন পতাকা তুলে অনুষ্ঠানের উদ্বোধন করলেন নওদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বাদিউরজ্জামান। নওদা চক্রের পাঁচটি অঞ্চলের প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা সমূহের ক্রীড়া প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারী শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ মোশারেফ হোসেন মধু, জেলা পরিষদ সদস্যা শ্রাবণী মোদক, আমতলা হাই স্কুলের প্রধান শিক্ষক উজ্জ্বল সাতরা, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অর্থনিয়ামক শ্রী সৌম পোদ্দার, দেবব্রত ঘোষ, সংসদ প্রতিনিধি আব্দুল মোহিত মণ্ডল, আব্দুল লতিফ, আইন সহায়ক সৈয়দ নুরুল আলম, বিশিষ্ট শিক্ষক অরুন বিকাশ দাম,  জুলফিক্কার আলি, বীরভূম জেলার রাজনগর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক নাজরানা সুলতানা, নওদা পঞ্চায়েত ও রাইপুর পঞায়েতের প্রধান এবং নওদা চক্রের শিক্ষক-শিক্ষিকা সহ এলাকার বিশিষ্ট জনেরা। এদিন মোট ২৮টি বিভাগে প্রতিযোগিতা হয়। 


No comments:

Post a Comment