07 October 2017

ইসলামপুরে সোনার গয়না ও টাকা ভর্তি ব্যাগ ফেরত দিলেন শিক্ষক




ওয়েবডেস্ক, সাহেব, ইসলামপুর, ৭ অক্টোবর: বর্তমান সমাজে এই শিক্ষকের মানবিক মুখ দেখলেন ইসলামপুরবাসী। ইসলামপুর বাজারের রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ভর্তি ব্যাগ  পুলিশের হাতে তুলে দিলেন এক বিদ্যালয়ের শিক্ষক। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার ডোমকলের ইসলামপুর থানা এলাকায়। ঘটনার পর সেই হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়ে আবেগে কেঁদে ফেললেন মহিলা।
জানা গিয়েছে ব্যাগটি ছিল ইসলামপুর থানার গোয়াস গ্রামের অতিদরিদ্র পরিবারের ইমরোজা বিবি(৩৫) নামের এক মহিলার। এদিন তিনি প্রায় ৪১ হাজার টাকা ও তিন ভোরি সোনার অলঙ্কার নিয়ে যাচ্ছিলেন  ইসলামপুর শাখার ভারতীয় স্টেট ব্যাঙ্কে মেয়ের বিয়ের জন্য জমা করতে। তবে ব্যাঙ্কে যাওয়ার পথে ইসলামপুর বাজারে রাস্তায় টাকা ও সোনার অলঙ্কার রাখা ব্যাগটি হারিয়ে যায় মহিলার কাছ থেকে। ঘটনা বুঝতে পেরে মহিলা কান্নায় ভেঙে পড়েন ইসলামপুর মধ্যবাজার এলাকায়। ঘটনাটি নজরে আসেন ঘটনাস্থলে থাকা কর্মরত ট্রাফিক এএসআই তপন কান্তি ভাদুড়িয়ার তিনি তার সহকর্মীদের নিয়ে শুরু করেন খোঁজাখুজি। সেইসময় পুলিশের কাছে এসে হাজির হন এক ব্যক্তি যিনি পেশায় একজন হাইমদ্রাসার শিক্ষক। তিনি জানান যে, একটি টাকা ভর্তিব্যাগ রাস্তায় কুড়িয়ে পেয়েছেন যাতে রাখা রয়েছে বেশ কিছু স্বর্ণের অলঙ্কারও।  এইঘটনার কথা শুনে পুলিশ ডাক পাঠান মহিলাকে, তিনি এসে ইসলামপুর বাজারে পুলিশের কাছ থেকেই তার টাকাও সোনার জিনিস সহ ব্যাগটি নিয়ে ব্যাঙ্কের চলে যান।

8 comments:

  1. শিক্ষকের নাম কি??

    ReplyDelete
  2. শিক্ষকের নাম কি??

    ReplyDelete
  3. যিনি ব্যাগটি ফেরত দিলেন তিনার কোনো পরিচয় উল্লেখ নেই কেন?

    ReplyDelete
  4. যিনি ব্যাগটি ফেরত দিলেন তিনার কোনো পরিচয় উল্লেখ নেই কেন?

    ReplyDelete
  5. সাইবুর রহমান,ইতিহাস এর শিক্ষক, কুমারপুর নেসারুদ্দিন হাই মাদ্রাসা

    ReplyDelete
  6. এই কাজের উত্তম প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দিবেন ! দীর্ঘজীবী হোন স্যার!

    ReplyDelete