ওয়েবডেস্ক, বেলডাঙা, ৬ অক্টোবর:
অবশেষে পুলিশের জালে ধরা পড়ল নওদার নুরহাসান সেখ খুনের মূল অভিযুক্ত এবাদত খাঁ। বৃহস্পতিবার
রাত্রি ১২ টা নাগাদ রেজিনগর থানার নদীয়া মুর্শিদাবাদ সিমান্তে থেকে তাকে আটক করে পুলিশ।
শুক্রবার তাকে আদালতে তুললে ৬ দিনের পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেয় আদালত। এখন পর্যন্ত
নুরহাসান সেখ খুনের মামলায় পুলিশ ৫ জকে আটক করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত ১ অক্টোবর রবিবার বেলডাঙা থানার গোয়ালপাড়ার
ধানের জমি থেকে বস্তাবন্দি নুরহাসান সেখের মৃত দেহ উদ্ধার করে বেলডাঙা থানার পুলিশ।
ঘটনাকে ঘিরে নওদায় আমতলা হরিহরপাড়া রাজ্য সড়ক অবরোধ, পুলিশ গাড়ি ও বেসরকারি বাস ভাঙচুর
করে মৃতের পরিবার ও স্থানিয়রা। আহত হয়েছিল নওদা থানার ওসি সহ আরও ছয় জন। পুলিশ তদন্তে
নেমে জানতে পারে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা শোধ করতে না পারাই নুরহাসান সেখকে পিটিয়ে
খুন করা হয় এবং বস্তাবন্দি করে তাকে বেলডাঙা থানার গোয়ালপাড়া এলাকার ধানের জমিতে ফেলে
রেখে যায়। পুলিশ ধৃতদের খোঁজে তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত মোট ৫ জনকে আটক করেছে।


No comments:
Post a Comment