ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারী,
ডোমকল, ৯ অক্টোবর: ডোমকলে পায়খানা থেকে মোবাইল তুলতে গিয়ে গর্তে পড়ে মৃত হল এক অজ্ঞাত
ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে আজ সকাল ৮ টা নাগাদ ডোমকল থানার বাজিতপুর কালিতলা গ্রামে।
জানা যায়, ওই পায়খানায় ১০ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন পড়ে যায়। আর সেই মোবাইল
উদ্ধার করতে গিয়ে এই বিপত্তি। ঘটনাস্থলেই পা পিছলে
পায়খানার গর্তে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। স্থানীয় বাসিন্দা নুরআলী সেখ বলেন,
দুজন মিলে পায়খানায় কাজ করছিল। হঠাৎ একজন পা পিছলে পায়খানার চে্ম্বারের গর্তে পড়ে যায়। আমরা চিৎকার
চেঁচামেচি শুনে দৌড়ে গিয়ে দেখি সে ওই গর্তে পড়ে রয়েছে। তারপর আমরা
ওই গর্ত থেকে তাকে টেনে তুলে দেখি মুখ দিয়ে ফাপরা উঠছে এবং তারপরই সঙ্গে সঙ্গে সে মারা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহটি
উদ্ধার করে।
 


 
No comments:
Post a Comment