05 October 2017

হরিহরপাড়ায় নাবালিকার বিয়ে রুখল কন্যাশ্রী যোদ্ধারা


ওয়েবডেস্ক, রাকিবুল ইসলাম, হরিহরপাড়া, ৫ অক্টোবর: মুর্শিদাবাদের হরিহরপাড়ায় নাবালিকার বিয়ে রুখল কন্যাশ্রী যোদ্ধারা। হরিহরপাড়া ব্লকের রুকুনপুর  গ্রামের বাসিন্দা পেশায় গাড়িচালক  জাকির হোসেন সেখ তার নাবালিকা মেয়ে ববিনা খাতুনের(১৪) বিয়ে ঠিক করেছিলেন একই থানার অন্তর্গত সাহেবনগর গ্রামে। আগামী কালই তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু গোপনসূত্রে নাবালিকার বিয়ের খবর পেয়ে নাবালিকার বাড়িতে হাজির ব্লকের কন্যাশ্রী যোদ্ধারা। সাথে  হরিহরপাড়া থানার পুলিশ। পরিবারের লোকজনকে বোঝানো হয় বাল্যবিবাহের কুফল ও আইন সম্পর্কে। নাবালিকার পরিবারের পক্ষ থেকে প্রশাসনকে মুচলেকা দেওয়া হয় মেয়ে সাবালিকা হলে তবেই তারা তাদের মেয়ের বিয়ে দেবেন। নাবালিকা ববিনা খাতুন নিজে পড়াশুনো করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।


No comments:

Post a Comment