05 October 2017

ডোমকলে নাবালিকার বিয়ে বন্ধ করল স্থানীয় প্রশাসন


ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারী, ডোমকল, অক্টোবর: ডোমকলে নাবালিকার বিয়ে বন্ধ করল স্থানীয় প্রশাসন বৃহস্পতিবার ডোমকল থানার পুলিশ জয়েন্ট বিডিও গোপন সূত্রে খবর পেয়ে শিবনগর লস্করপুর গ্রামে নাবালিকার বাড়িতে হানা দিয়ে বন্ধ করল বিয়ে নাবালিকার নাম সেলিনা খাতুন(১৫)এদিনই বিয়ে হওয়ার কথা ছিল তার জানা যায়, সে স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মাইনুদ্দিন মন্ডল তার নাবালিকা মেয়ে সেলিনা খাতুনের বিয়ে ঠিক করে ডোমকল থানার বৃন্দাবনপুর গ্রামের মাফিজুল সেখের সঙ্গে এদিন নাবালিকার বাবা মাইনুদ্দিন মন্ডল পুলিশ প্রশাসনকে মুচলিকা দেয় যে, তার মেয়ের ১৮ বছর হল তবেই বিয়ে দেবে


No comments:

Post a Comment