ওয়েবডেস্ক, ডোমকল, ৩ অক্টোবর
: জুয়া খেলার জন্য টাকা না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে
খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে দেহ অভিযোগ মৃতের
পরিবারের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার ডোমকলের রানীনগর থানা এলাকার তেজসিংহপুর
গ্রামে। মৃত গৃহবধুর নাম পারভিনা বিবি(২৬)। পারভিনা
বিবি তেজসিংহপুর গ্রামেরই মেয়ে। জানা গিয়েছে গত তিন বছর আগে বাড়ির লোকের দেখা গ্রামেরই এক যুবক নজরুল সেখের সাথে
বিয়ে হয় তার। বিয়ের সময় কোন দাবি না থাকলেও তাকে
প্রায় লক্ষাধিক টাকা জিনিসপত্র দেওয়া হয়। তবে বিয়ের কিছুদিন পর থেকেই টাকা দাবি করে শুরু হয় বধুর ওপর অত্যাচার। নজরুল তার বধুকে মারধর করে
পাঠিয়ে দিত বাবার বাড়ি টাকা আনতে। সেই টাকা নিয়ে অভিযুক্ত জুয়ার
ঠেঁক ও নেশার পিছনেই শেষ করতো। টাকা শেষ হলে
আবার চলতো মারধর। এভাবেই চলতে থাকে বেশ কয়েক বছর।
এদিন মৃতের ভাই রিয়াজুদ্দিন সেখ জানান, সোমবার আমার বোন পারভিনাকে
আবারও মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেয় জামাইবাবু নজরুল সেখ আরও টাকা নিয়ে আসার জন্য। তবে বাবার বাড়ি
থেকে ফিরেও স্বামীকে জুয়া খেলা ও নেশা করার জন্য টাকা দিতে রাজি না হওয়ায় আমার বোনকে পিটিয়ে খুন করে বাড়ির পাশে বাগানের একটি
আমগাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে তার দেহ। সকালে আমাদের খবর দিয়ে তারা সকলে বাড়ি ছেড়ে পালিয়েছে।
এবিষয়ে রানীনগর থানার এক পুলিশকর্মী বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে বধুর মৃতদেহটি
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। এবং ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক, তাদের খোঁজে পুলিশ তাল্লাশি চালাচ্ছে।


No comments:
Post a Comment