ওয়েবডেস্ক, সাহেব, ডোমকল, ৫ অক্টোবর: ডোমকলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ১ মহিলার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানা এলাকার বাবলাবোনা নতুনপাড়া গ্রামে। ঘটনার পর থেকেই শোকের ছায়া এলাকায়। মৃতের নাম ফিরোজা বেওয়া(৪২)। তার বাড়ি এই ঘটনাটি ঘটে বলে খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি একাই থাকতেন গ্রামের বাড়িতে। রোজকার মতোই এদিন সকালেও ফিরোজা বেওয়া তার বাড়ির বিদ্যুৎ-এর তার নামিয়ে সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন। তবে এদিন বিদ্যুৎ এর তারটি না মানিয়ে ভুলবশত অন্য তার নামিয়েছিল। পরে বাড়ির পিছনে পড়ে থাকা সেই বিদ্যুৎ-এর তারে দেহ জড়িয়ে মৃত্যু হয় তার। এই ঘটনার পরে ঘটনাস্থল থেকে ফিরোজা বেওয়াকে তুলে রানীনগর হাসপাতাল নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান। এই ঘটনায় এক বিশাল শোকের ছায়া নেমেছে এলাকায়।


No comments:
Post a Comment