ওয়েবডেস্ক, সাহেব, ডোমকল, ৫ অক্টোবর: পথ দুর্ঘটনায় গুরুত্বর জখম এক মাধ্যমিক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানা এলাকার ঘোষপাড়া মোড়ে। ঘটনায় জখম পড়ুয়ার নাম মাসুদ আলম(১৫)। বাড়ি ইসলামপুর থানার টেঁকারায়পুর গ্রামে। মাসুদ গ্রামেরই টেঁকারায়পুর হাইস্কুলের মাধ্যমিক পড়ুয়া বলে জানা গিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন দুপুরে পড়ুয়া কলাডাঙ্গা পেট্রোলপাম্পের কাছে তার মামার লেদ কারখানা থেকে একটি মোটর বাইক নিয়ে বহরমপুর-জলঙ্গি রাজ্য সড়ক ধরে যাচ্ছিল দৌলতাবাদের ঘোষপাড়ার দিকে। এমন সময় ঘোষপাড়া মোড়ের কাছেই অপরদিক থেকে আসা একটি মাল গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে পড়ুয়ার বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা মারে। পড়ুয়াকে ধাক্কা মারার পরে রক্তাক্ত অবস্থায় তাকে ঘটনাস্থলেই ফেলে গাড়িটি পালায় বলে অভিযোগ। এই ঘটনাটি ঘটতে দেখে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা ও জখম পড়ুয়াকে তুলে নিয়ে যাওয়া হয় ইসলামপুর গ্রামীন হাসপাতালে। সেখানে চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে দেখে তাকে স্থানান্তর করেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই অমানবিক ঘটনায় উত্তেজিত হয়ে স্থানীয়রা বহরমপুর-জলঙ্গি রাজ্য সড়ক আবরোধ করেন বেশ কিছুক্ষণ। পরে অবশ্যই পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এই ঘটনায় শেষ পাওয়া খবরে ঘাতক গাড়িটিকে এখনও আটক করতে পারেনি পুলিশ হলে জানা গিয়েছে।


No comments:
Post a Comment