05 October 2017

মাছ ধরতে গিয়ে ডোমকলে বজ্রপাতে মৃত ২ ও জখম ১



ওয়েবডেস্ক, সাহেব, ডোমকল, অক্টোবরঃ মাছ ধরতে গিয়ে ডোমকলে বজ্রপাতে মৃত জখম আরও জন ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার ডোমকলের নাজিরপুরে ঘটনার পর থেকে শোকের ছায়া নেমেছে এলাকায় মৃতের নাম আশরাফুল সেখ(১২), বাবন দাস(১৮) সহ জখম জয়দেব দাস(২৬) এদিন সন্ধ্যের সময় এলাকার এক দীঘিতে মাছে ধরতে গিয়েছিল গ্রামের বেশ কয়েকজন তবে  সন্ধ্যের সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় দুইজন সহ গুরুত্বর জখম এবং এই ঘটনার পর থেকে এখনও নিঁখোজ গ্রামের এক ব্যক্তি বলে সূত্রে খবর


No comments:

Post a Comment