ওয়েবডেস্ক, আকসার আলী, দৌলতাবাদ, ১৬ অক্টোবর : গভীর রাতে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ২ যুবকের। ঘটনায় গুরুতর আহত আরও এক যুবক বর্তমানে চিকিৎসাধীন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। রবিবার গভীর রাতে মুর্শিদাবাদ থানার পালপাড়া এলাকার ঘটনা। বহরমপুরের কুদবাপুকুর থেকে পঞ্চরস গান শুনে গভীর রাতে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকটি গাছে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাহাঙ্গীর সেখ নামে এক যুবকের। আসরাফুল সেখ ও মিলন সেখ নামে দুই যুবককে আহত অবস্থায় স্থানীয় মানুষজন উদ্ধার করে নিয়ে যায় লালবাগ মহকুমা হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাদের স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। পথেই মৃত্যু হয় আসরাফুল সেখেরও। তবে গভীর রাতের এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত জাহাঙ্গীর সেখের দেহ রাস্তার ধারে জঙ্গল থেকে উদ্ধার করা হয় সোমবার সকালে। ঘটনায় মৃত ও আহত ব্যক্তিরা প্রত্যেকে হরিহরপাড়া থানার রায়পুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।


No comments:
Post a Comment