ওয়েবডেস্ক, রাকিবুল ইসলাম, হরিহরপাড়া,১৩ অক্টোবর : মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায় আট মাসের পুত্র সন্তানকে নয়নজুলিতে ফেলে দিয়ে ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন মা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কাশিমবাজার রেলষ্টেশন সংলগ্ন এলাকায়। মা মৌসুমি মণ্ডলককে(২৪) আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অন্যদিকে হরিহরপাড়া থানার বিহারিয়া গ্রামের নয়নজুলি থেকে স্থানীয়রা উদ্ধার করেন পুত্র সন্তানকে। পুত্রের নাম অঙ্কুশ মন্ডল(৮ মাস)। পুলিশ পুত্র সন্তানকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মর্গে পাঠায়। মৃতের পিতা জানান, 'আমার স্ত্রীর সঙ্গে সন্তানকে দুধ খাওয়ানো নিয়ে মাঝে মধ্যেই গণ্ডগোল হত। বৃহস্পতিবার সকালে ওষুধ কেনার নাম করে বাচ্চাকে নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। শুক্রবার সকালে পুলিশের কাছ থেকে আমার স্ত্রী ও শিশুর খোঁজ পায়।' পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আংশিক মানসিক ভারসাম্যহীন ছিলেন গৃহবধূ মৌসুমী মণ্ডল।


No comments:
Post a Comment