17 October 2017

মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পালিত হল 'সম্প্রীতি বন্ধন'



ওয়েবডেস্ক, কাজীনূর জগতশেঠ, বেলডাঙা, ১৭ অক্টোবর : সাম্প্রদায়িকতার করালগ্রাসে তথা ধর্মীয় কুসংস্কার ও বিভেদ বৈষম্যের বেড়াজালে বন্দি মানুষ যখন পারস্পরিক সন্দেহ, ঘৃনা এবং হননলিপ্সায় মগ্ন ঠিক তখনই এই বিভেদের প্রাচীরকে ভেঙে চুরমার করে দিতে এগিয়ে এলো গ্রাম-গঞ্জের সম্প্রীতির পূজারিরা তথা একশ্রেণির বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ। রাবীন্দ্রিক ভাবাদর্শের অনুসরণে এদিন ১৬ অক্টোবর ২০১৭, মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানা এলাকার গোবিন্দসুন্দরী বিদ্যালয় চত্বরে পালিত হল 'সম্প্রীতি বন্ধন'। ১৯০৫ খ্রিস্টাব্দের ব্রিটিশ সরকারের  বঙ্গভঙ্গ সিদ্ধান্তের প্রতি বাঙালী হিন্দু-মুসলিমের মিলিত প্রতিবাদ, গঠনমূলক মানসিকতা, তাদের ঐক্য এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অন্যতম কর্মসূচি 'রাখীবন্ধন উৎসবের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনার্থে এবং সর্বোপরি স্বাধীনোত্তর ভারতবর্ষে যেভাবে সাম্প্রদায়িক বিষবাষ্প বৃদ্ধি পাচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং ভারতীয় রাষ্ট্রিক আত্মিকবন্ধনকে অটুট রাখতেই এই ধরনের কর্মসূচি গ্রহন করা হয়েছে বলে জানান অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা শ্রীসনৎ কর (প্রাক্তন অধ্যক্ষ, বেলডাঙ্গা ফতেপুরিয়া কলেজ)।


অন্যদিকে মঞ্চে উপস্থিত স্থানীয় জাগরণ মঞ্চের সম্পাদক তাজমত সেখ বলেন যে, এই ধরনের কর্মসূচি আয়োজন করা এবং তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পেরে আমরা গর্বিত। আমরা আশা করছি, আজকের এই সম্প্রীতি বন্ধন সারাদেশকে পথ দেখাতে সাহায্য করবে এবং সম্প্রীতির আঙিনায় আমাদের দেশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'মহামানবের সাগরতীর' ভাবাদর্শে উড্ডীন হবে। এদিন বিদ্যালয় চত্বর থেকে শহরের কোলঘেষে একটি সংক্ষিপ্ত পদযাত্রার আয়োজন করা হয় এবং পথচলতি সকল হিন্দু-মুসলিম একে অপরের হাতে সম্প্রীতির সুতো বেধে দেয়। এদিনের পদযাত্রায় অগণিত মানুষের ভিড়ে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, সবুর আলি, আসাদুজ্জামান, আনোয়ার হোসেন,কমরেড লুতফর রহমান, মো ইব্রাহিম, সুজাউদ্দিন আহমেদ এর মতো প্রমুখ ব্যক্তিবর্গ।




No comments:

Post a Comment